কোন বই খুজে না পেলে অনুগ্রহ করে লাইভ চ্যাট মেসেজ করুন অথবা ফোন করুন
  • কোন বই খুজে না পেলে অনুগ্রহ করে লাইভ চ্যাট মেসেজ করুন অথবা ফোন করুন
ক্যাটাগরি

সরফুদ্দীন আহমেদ

কর্মজীবনে লেখক সরফুদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে জার্মান ভাষার শিক্ষক এবং পরবর্তীতে ঢাকাস্থ Goethe-Institut এ ভাষা বিভাগের প্রধান ছিলেন। শিক্ষা জীবনে তিনি Goethe-Institut Munich এ ১৯৮০ থেকে ১৯৮২ পর্যন্ত তিন বৎসরব্যাপী জার্মান শিক্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেন, এবং পরবর্তীতে ১৯৮৬ থেকে ১৯৯৪ পর্যন্ত মিউনিখ বিশ্ববিদ্যালয়ে জার্মান ভাষা ও সাহিত্য এবং জার্মান ভাষাত্বত্ত অধ্যয়ন করেন এবং M.A ডিগ্রী লাভ করেন। এ বইটি তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার আলোকে রচনা করা হয়েছে।